হেমন্তের ক্লান্ত বিকেলে
শুকনো পাতার মতো
উড়ে যায়
জীবনের সব আশা
নীরাশার শ্বাসে৷
কালবৈশাখীর ঝড়ে
ভূ-লুন্ঠিত গাছের মতোই
বিধ্বস্ত স্বপ্ন গুলো
পড়ে থাকে বাস্তবের মাটিতে
অনিশ্চয়তার বাঁকে বাঁকে৷

স্মৃতির আকাশে সোনালী রোদ্দুর
আজ ধূসর, বিবর্ণ৷
রামধনু রঙে রাঙা
স্বপ্নময় ক্যানভাসে
সময়ের বিষাক্ত দংশনে
শুধু বেদনার নীল রঙ ৷

তপ্ত মরূভূমির মাঝে
সময়ের সাথে সন্ধির
হাত বাড়িয়ে দিয়ে
খুঁজবো মরুদ্যান, আর তোমাকে-
কবিতা ।
আঁকবো নূতন ছবি,
ওই মরুদ্যানের শীতল ছায়ায়
আর
মোহময় শব্দের আড়ালে
ঢেকে রাখবো ব্যর্থতার ইতিহাস৷