অভিমানের বরফ যখন
গলবে ধীরে ধীরে,
চাইবে তখন জীবন তরী
বাঁধতে এনে তীরে৷
সেদিন তোমার চোখের জলে
তৈরি হবে সাগর,
কেমন করে সেই সাগরে
ফেলবে একা নোঙর৷