যদি আমি চলে যাই
চলে যাই অনন্তের পথে,
অন্ধকার বিভীষিকা থেকে
আলোর সন্ধানে,
অতৃপ্ত ভালোবাসা নিয়ে
যেতে হয় যদি
সুন্দর এই সসাগরা থেকে
তোমা হতে দূরে,
কেমনে করিবে ক্ষমা আপনারে,
ধুইবে কি সব অনুতাপ
দু ফোঁটা চোখের জলে?
তাই বলি ওগো প্রিয়তমা
ধরা দাও মোর বাহুপাশে,
প্রেমের তৃপ্ত আলিঙ্গনে
পাইবে দেখিতে তুমি
পৃথিবীর অপরূপ রূপ
রামধনু রঙে রাঙা,
গাছে গাছে পলাশের রঙ
ফাগুন হয়েছে ধরা ৷
প্রেমের মশাল জ্বালিয়ে হৃদয়ে
স্বর্গ রচিব মোরা৷