যে কথা হয়নি আজও লেখা
আছে হৃদয়ের গোপণ কোনো খাঁজে,
হয়নি আজও যাহার সাথে দেখা
থাকবে অসমাপ্ত পাণ্ডুলিপির ভাঁজে ৷
কল্পনার তুলি দিয়ে স্বপ্নের রঙে
রাঙিয়ে ছিলাম জীবন ক্যানভাস,
আজ সেখানে অশ্রুর আলপনা আর
ব্যর্থতার ধুলি জমে আছে একরাশ৷
জানি, আমার অসমাপ্ত পাণ্ডুলিপি
একদিন নিঃশব্দে হারিয়ে যাবে৷
পড়বে না কেউ ব্যর্থ জীবন গাথা
ব্যথা ভরা খাতায় কী সুখ পাবে৷