আশার তরণী বেয়ে
ফেলে আসা নদী কূলে
দিয়েছিনু পাড়ি,
রয়ে গেছে সেথা
কৈশোরের কত স্মৃতি৷
শাল পিয়ালের ছায়ায় ঘেরা  
বহিত আপন লয়ে,
তাহার শীতল জলে
জুড়াতাম তপ্ত হৃদয়খানি।

দীর্ঘ যাত্রা পথে
ক্লান্ত অবসন্ন
গ্রীষ্মের দাবদাহে
গিয়েছিনু নদীকূলে
ফেলে আসা অতীতের
শীতলতা লাগি ।
কিন্তু হায়, বাঁধিয়াছে বাঁধ কেহ
ঐ নদী মাঝে ।
কুলুকুলু সুরে বহে নাই আর
হারাইয়াছে গতি,
পাই নাই শীতলতা তা’র,
ফিরে আসি গ্রীষ্মের দাবদাহে৷