ভালোবাসা থাকে যদি বাঁধা
মেঘবর্ণ কুন্তল লতিকায়,
জেনো, সেথা নেই প্রেমের স্পর্শ
শুধু ক্ষণিকের মোহ রূপের ছটায় ।
চাতকের মতো নিবদ্ধ রাখিলে দৃষ্টি
মহান সৃষ্টি পয়ো-ধর পানে,
সে দৃষ্টিতে কখনো থাকে না প্রেম
সেথা শুধু তৃষ্ণা থাকে মনে ।
যদি হয় কারো অধর সিক্ত
শিশির সিক্ত গোলাপ ওষ্ঠ দেখে,
সে অধরে থাকে না প্রেম
দেখে শুধু তারে কামনার চোখে ।
ভালোবাসার নামে করে রূপসুধা পান,
অঙ্গ ছন্দ দেখে যদি রক্তে লাগে দোলা,
প্রেম নয়, দেখি সেথা ঝরে পড়ে
ক্ষুধার্ত শ্বাপদের লালা।