চলছে ভীষণ তর্কাতর্কি, দ্বন্দ্ব শাড়ির আঁচলে,
বিভাজিকা থাকবে খোলা, নাকি অন্তরালে?
যুগে যুগে প্রশ্ন জাগে, কেমন হবে আবরণ,
লজ্জাহীন, না সংযমী—কী বলবে সমাজমন?

আদিম যুগেও মানুষ তবু ঢাকতো শরীর বাকলে
এখন তবে কিসের দ্বিধা ঢাকতে শরীর আঁচলে,
যুক্তি তর্কের নেইকো শেষ, পোষাকে নেই পরিত্রাণ
কেউ বলে স্বাধীন দেশ, কেউ চায় বাঁচাতে সম্মান।

আঁচল ধরে টানছে সমাজ, বদলাতে চায় নিয়ম-কানুন,
যুগের সাথে তাল মিলিয়ে বদলায় কি নারী-মন?
উন্মুক্ততা কি স্বাধীনতা, নাকি দিশাহীনতার পরিচয়
বিচারের এই টানাপোড়েনে নারীমনেও রয়েছে সংশয়৷

আঁচল উড়ে, বাতাস বয়, সমাজ দেখে কুচোখে
কিন্তু সে তো উড়তে চায়, স্বাধীনতার আলোকে।
ঢাকা থাক, না থাক, সংশয় তবু রইবে চিরকাল
শরীর নয়, চরিত্রের দ্বন্দ্ব মানুষের মনের জঞ্জাল৷