কান্ডারিহীন আমাদের তরী
ভাসছে অকূলে কে বাঁচাবে,
কেউ নেই আজ সত্ত্ব নাবিক
ধরবে যে হাল পথ দেখাবে।
ভেবেছিলে তুমি মিটাবে সে ভেদ
একাসনে তাঁরা বসবে যবে
মিটেনি সে ভেদ বেড়ে গেছে আরো
গরিবের হাল কে বুঝিবে।
প্রাণীদের মাঝে পাইনি ঈশ্বর,
হিংসা বিদ্বেষ মানব মনে,
নারীর শিকার হয়নি বন্ধ,
দুষ্কৃতি নাচে তাদের তনে।
স্বার্থীর দল, শুধু নিজেদের বোঝে
সুখের আঁচলে জীবন কাটায়,
ছলচাতুরীতে সুদক্ষ তাঁরা
বানায় বেকুব গরিব প্রজায়।
মরিতেছে যারা শতরঞ্চ চালে
ভুল ময়দানে খেলার ফলে
কাহাদের দোষে সন্তান হারায়,
বাপ-মা ভাসে চোখের জলে।
বধির বিবেক জাগবে কখন,
মানব সেবায় লাগবে ওরা
নিজেদের কথা ভাবে শুধু যারা,
গরিবের কথা ভাবেনি তারা৷
কতো অঙ্গীকার করেছিলে তুমি,
সবকিছু আজ বিফলে যায়
স্বাধীনতা এলো কাগজেই শুধু,
জনগণ পথে ভিক্ষা চায়।
উৎপীড়িতের ক্রন্দন রোল
থামেনি এখনো, ফিরে এসো
প্রণমি তোমারে কবি,
একবার আমাদের পাশে এসে বসো।