আমরা মুখ ঢেকেছি মুখোশে
লজ্জায় মাথা হেঁট হয়ে যায়
কালো ধোঁয়া ছেয়ে আছে আকাশে৷
জঙ্গল কেটে গড়েছি নগর
আমাজন জ্বালিয়েছি,
পশু পাখি আজ আশ্রয়হীন
জলাশয় বুজিয়েছি৷
গাছগুলো সব হাসছে দেখে
মৃত্যু ভয়ে পাংশু মুখ,
পশু পাখি আজ রাস্তায় ঘোরে
খাঁচায় বন্দি মানব সুখ৷