নির্বোধের শিরস্ত্রাণ পরে উচ্চ শিরে,
ভাবি আমি বিশ্বপতি ডরি কোন বীরে?
মারিবো শার্দূল শত ভেবে অকস্মাৎ,
নির্দোষের শিরে করি বজ্র মুষ্টাঘাত।
ঘুমন্ত ব্যাঘ্রের ফেরে যখন চেতন,
বজ্রসম শরজালে উড়ায় কেতন।
অপমানে নির্বিচারে করে সে সংহার,
অবরুদ্ধ ভূমি পরে শুধু শবাধার।
ইতিহাস থেকে শিখে সুপণ্ডিতগণ,
সুধীর বীরের পণ শত্রু বিনাশন।
হন্তারক কখনো কি করুণার ভিক্ষা
পেতে পারে? পায় সে নির্বুদ্ধিতার শিক্ষা।
অবিমৃষ্যকারী কর্মে আনে মস্ত দুখ,
পোড়ায় অনল দাহে বাড়ায় অসুখ।
৩১/১০/২০২৩ ইং