ভুলের বাগানে রোজ দিয়ে যাই শান
ভুলেরা ভুলেও তাই ভোলে না আমায়।
যাতনার যাঁতাকলে পিষ্ট হয় জান
অদৃশ্য ভুলের রাশি সুখে গান গায়।
আদ্যপ্রান্ত জীবনের ভুল হাসাহাসি
অশ্রান্ত ভুলের রাশি নির্ভুল ঠকায়।
ভুল সম্পর্কের রশি গলে দেয় ফাঁসি
বিনম্র ছলনারাশি আগুনে পোড়ায়।
জীবনের কানাগলি আঁধারে আবৃত
অন্ধকারে অন্ধ সেজে পথ চলা রোজ।
বিকীর্ণ প্রস্তরে নিত্য শোণিত নিঃসৃত
কালের উড়ন্ত ডানা করে ভূরিভোজ!
অখণ্ড ভুলের শূলে রক্তাত জীবন
অশান্তির অগ্নিবাণে পোড়ে পোড়া মন।
১৫/১২/২০২২ ইং