জানি তুমি ভালো আছো, সুখে আছো
ভীষণ রকম ভালো
আমাকে কাঁটার ভয়াল আঁচড় দিয়ে
পাঁকাল মাছের মতো চলে গেছ দূরে
শীতের কুয়াশা মাখা ভোরে পুবের সূর্যের মতো
ভুবন ভোলানো হাসি নিয়ে আসতে সামনে
প্রতিবার ভুলে যেতাম তোমার দেয়া কষ্ট
ভুলে যেতাম আত্মসম্মান ও নারী সত্তা
ছিলাম আধা বিকশিত পুষ্পকলি
ইচ্ছে মতো ছিঁড়েছ আর দলেছ পায়ে
তবুও চেয়েছিলাম তোমাকে
তোমার কথা ভাবলেই হৃদয়ে বইতো
পাহাড়ি ঝরনার মতো চটুল ছন্দের আনন্দ লহরী
আন্দোলিত হতাম বুকের কুলকুল শব্দে
সে সব অতীত আজ
এখন আমিও সুখি
ভোরের সজীব সমীরণ হয়ে মনে দোলা দেয় কারো ভালোবাসা
নারীসত্তা এবং আত্মসম্মানের দেয় অকুণ্ঠ মর্যাদা
তোমার কথা মনে পড়লে এখন লাল হই লজ্জায়
তোমাকে হারানোর বেদনা আজ আমার প্রেরণা
আজ আমি পরিপূর্ণ সুখি
তোমার স্বেচ্ছাচারিতার হাত থেকে বাঁচানোর জন্য জানাই গোলাপ রাঙা কৃতজ্ঞতা
আজ নই আমি আত্মভোলা
কেউ করে না কখনো হেলা
এই বুকে নেই কোন জ্বালা
আজ আমার হৃদয়ে বয় দারুণ সুখের ঊর্মিমালা
মাটির পুতুল ভাঙার মতো় ভেঙে দিয়েছিলে মন
এখন আমি শিখে গেছি কীভাবে বানাতে হয় পুতুল
কীভাবে গড়তে হয় পদদলিত ভাঙা মন
এখন ভোরের সূর্য হাসে আমার জীবনের প্রতি বাঁকে বাঁকে
০৭/১১/২০২১ ইং।