তুমি আমার সন্ধ্যা তারা আঁধার রাতের চন্দ্র,
তোমার চোখে সতেজ হাওয়া বয় যে মৃদু মন্দ্র।
ভেজা জোছনার পুলক তুমি ভোরের শিশির বিন্দু,
তোমার অভিমানের ঊর্মি যেন পূর্ণ ইন্দু।
মনের কোনে জমে থাকা ভাবনা করে দূর,
বুঝতে পারি ভালোবাসার তুমি সমুদ্দুর।
তুমি আমার মরুদ্যানের ফুটন্ত ক্যাকটাস,
দেদীপ্যমান রবির তাপে সরোজ সমীর শ্বাস।
তোমার হাসি স্রোতস্বিনীর মুগ্ধ কলতান,
ক্লান্তি নাশে উৎসাহ দেয় জুড়ায় মনপ্রাণ।
হরেক বাধার চোখ রাঙানো অমসৃণ পথ দিয়ে,
হাঁটবো দুজন রোদ ও বৃষ্টি, তুফান মাথায় নিয়ে।
যতই বাজুক ব্যথার মাদল ছুটবো অবিরত,
চলার পথে কুড়িয়ে নেবো হাসি-খুশি যত।
হাজার বাধার পথ ফুরোবে ইচ্ছে শক্তির জোরে,
কুসুম কোমল হাতটি রাখবো শক্ত ক'রে ধ'রে।

২৬/০৫/২০২৪ ইং