এ কীসের আলামত!
ধর্মালয়ে শালিক পাখির কিচিরমিচির!
তাও না হয় মানা যায়
তাই বলে লেজ ছাড়া বানরের লম্ফঝম্প!?
উৎকট, উদ্ভট নৃত্য!?
শিঙ, লেজহীন বৃষভের হাতাহাতি, লাথালাথি!?
আমি বিধানসভার কথা বলছি, যেখানে
ধর্ম-বর্ণ, জাতপাত নির্বিশেষে বলা হয় সবার কথা
মানব কল্যাণে ওটা সুসভ্য ভদ্রলোকের বিচরণ ক্ষেত্র
সেখানে লাথালাথি, মারামারি?
বানর ও বৃষভের মতো আচরণ?
ওদের জন্য তো রয়েছে এ দেশের বিশাল অরণ্য
সবুজ প্রান্তর
মাঠ-ঘাট-ময়দান
ওসব আচরণ বিধানসভায় কেন?
গভীর কুহেলিকায় ভরা সেখানের ধর্মাধ্যক্ষের আচরণও
একই অপরাধের দায়ে একদলকে দেয় শাস্তি
অপর দলকে করে পুরস্কৃত!
বাহ্ রে বাহ্! গণতন্ত্রের কী চমৎকার পীঠস্থান!!
আমরা অদ্ভুত ভূতুড়ে জীবের পিঠে সওয়ার!
নিরপেক্ষতার প্রতীক লালসালুতে লাগিয়ে দিচ্ছে কালো দাগ
বিধানসভায় প্রতি ঘন্টায় খরচ হয় লক্ষ লক্ষ টাকা
জনগণের করের টাকা; গনিমতের মাল নয়
সেখানে কি ঘাসফড়িং নৃত্য বা মর্কটের লম্পঝম্প মানায়?
নাকি সেখানে মানায় বৃষভ আচরণ?
ভেবে দেখো জনগণ--
৩১/০৩/২০২২ ইং