দেখেই অবাক! দাদার মাথায়
মস্তবড়ো ঝুটি!
কে বেঁধেছে? কে বেঁধেছে?
দুষ্টু মেয়ে পুঁটি।
দাদা গিয়ে আয়না দেখে
দুষ্টু পুঁটি ভাবে,
দাদা নিশ্চয়ই দিদার কাছে
ভীষণ বকা খাবে!
আড়াল থেকে দিদা দেখে,
দেখে পুঁটির মা,
দাদার মুখে চওড়া হাসি
ঝাঁ চকচকে ঝাঁ।
ফোকলা দাঁতে দিদা বলে
লাগছে তোমায় বেশ,
মা হেসে কয় বাবা তোমার
দারুণ পক্ক কেশ!
পুঁটি ভাবে- এ কী হলো!
সবাই কেন খুশি?
মা ও দিদা কেন সুখে
দাদাকে যায় তুষি?
সামনে গিয়ে ভেংচি কেটে
পুঁটি রেগে কয়,
ভূতের মতো লাগছে তোমায়
করছে আমার ভয়!
১০/০৬/২০২২ ইং