কেউ জানি না কখন যাবো এই দুনিয়া ছেড়ে,
ভাবতে গেলে অকারণে যায় রক্তচাপ বেড়ে।
তার চে' ভালো নাসারন্ধ্রে বয় যতক্ষণ বায়ু,
ভালো কর্ম করে সবাই বাড়াই নিজের আয়ু।
যাবার বেলায় কারো সঙ্গে যাবে না তো কিছু,
ভ্রাতা-ভগ্নি, সুজন বন্ধু নেবে না কেউ পিছু।
তবে কেন স্বজন প্রীতি, আত্মস্বার্থের খেলা?
পরের ক্ষতি করে কেন ভাসাই পাপের ভেলা?
এই পৃথিবী রঙ্গমঞ্চ ক্ষণকালের জন্য,
ভালো কর্ম ক'রে এসো করি জীবন ধন্য।
ফাঁকিবাজ ও ভ্রষ্টাচারী যাবে আস্তাকুঁড়ে,
ভালো মানুষ বেঁচে রবে সবার হৃদয় জুড়ে।
তবে কেন মিথ্যে অহম, টানো পাপের ঘানি?
সবাই ভালবাসে যারে সে জন আসল মানী।
জুলুম করে যায় কি পাওয়া কারো ভালোবাসা?
হৃদয় দিলেই করতে পারো হৃদয় পাওয়ার আশা।
যেমন বিছন বুনবে ক্ষেতে জন্মায় তেমন শস্য,
মাকাল ফলের চাষাবাদে মিলবে ছাই ও ভষ্ম।
ভালোবাসার বীজ বুনে দাও সবার হৃদয় কক্ষে,
তবেই তুমি পাবে জায়গা তাদের ক্ষুদ্র বক্ষে।
০৯/১২/২০২১ ইং।