তুমি যখন আমার 'পরে রাগ করে রও,
তখন আমার সময় যেন বিষের বাঁশি।
দামাল বাতাস হঠাৎ ক'রে থ'মকে পড়ে
বাঁকা চোখে পরান ব৺ধু ওঠে হাসি।
ভোরের সমীর বয় যেন তার নেইকো তাড়া,
দোলে না আর পাতায় ভরা বৃক্ষ শাখা।
ফুলবাগিচার ফুলগুলো রয় চুপটি ক'রে,
আকাশ পানে সুখ পাখি ধায় মেলে পাখা।
গোমড়া মুখো আমায় দেখে মুচকি হাসো,
কাজ ক'রে যাও বদনখানি ক'রে নিচু।
আমার বুকে ব্যথার নদীর ঊর্মিমালা,
ভালোবাসার টগর ফোটাও লেগে পিছু।
ইচ্ছে করে তোমার কাজে হাতটা বাড়াই,
নীরব চোখে নিষেধাজ্ঞার তোলো দেয়াল।
তোমার চোখে ভালোবাসার অতল সিন্ধু,
গুপ্ত রেখে আপন মনে ধরো খেয়াল।
নীরস সময় নীরব থাকে আমায় দেখে,
তোমার কপোট রাগের ঘোমটা পড়ে খুলে।
মেঘের আড়াল থেকে যেমন সূর্য হাসে,
তেমনি ক'রে পদ্ম আঁখি ধরো তুলে।
এমনি ক'রেই তোমার আমার দিন কেটে যায়,
মান-অভিমান দোলায় দুলি আপন মনে।
শমন যেদিন আসবে তেড়ে দিনের শেষে,
হেসে হেসে বিদায় নেবো এক আসনে।
১৬/১১/২০২২ ইং