ভুল বুঝে ভুল বোঝা পাথরের চাঁই,
কুসুম বিছানো পথে কাঁটার আঘাত।
ক্রমে ক্রমে জমে জমে করে আই-ঢাই,
হৃদয়ের দ্বার রুধে করে কষাঘাত।
গভীর ভালবাসায় অভিমান বেশি,
সামান্য ভুলের জন্য ভুল পথে চলে।
আলোর প্রবেশ রোধে হয়ে ছদ্মবেশী,
ভুলের প্রাচীর গড়ে নানা ছলে বলে।
যার ভালোবাসা তুমি পেতে চাও রোজ,
হৃদয় কুসুম তারে দাও সাজি ভরে।
ছোট-খাটো দোষ-ত্রুটি করো না তো খোঁজ,
সুগভীর ভালোবাসা পাবে থরে থরে।
ভুল পথ পরিহারি ভালোবাসা দাও,
ফুলের সৌরভে নিতি জীবন রাঙাও।
২৬/১১/২০২১ ইং