আসুক না হয় ঝড়ের মেঘে
দু-এক ফোঁটা বৃষ্টি,
কালো মেঘের জলের ছটায়
দূর হোক অনাসৃষ্টি।
খরতাপের দহন জ্বালায়
ঝরে ঘর্ম বারি,
বসন্তের এ বিদায় লগ্ন
লাগছে ভীষণ ভারি।
ঝরা পাতার মতো ঝরে
যাক না যতো কষ্ট,
ঝোড়ো হাওয়া নিক উড়িয়ে
ভাবনা যতো নষ্ট।
বৈশাখি ঝড় আনুক বয়ে
নতুন নতুন আশা,
বধির ও মূক মুখে ফুটুক
দুখ প্রকাশের ভাষা।
বৈশাখের ওই রুদ্র বানে
ঘুচুক আঁধার রাত্রি,
ধর্মবিদ্বেষ ভুলে আমরা
হই না সুখের যাত্রী।
এসো বৈশাখ ঝড়ের মেঘে
মেলে দিয়ে পাখনা,
বদ্ধ মনের রুদ্ধ বাতাস
যাক উড়ে যাক, যাক না।
নতুন বছর সবার মনে
আনুক বয়ে স্বপন,
হিংসা ভুলে এসো করি
ভালোবাসা বপন।
১৩/০৪/২০২২ ইং
ওপার বাংলায় আজ পহেলা বৈশাখ। শুভ নববর্ষে সকল কবি বন্ধুদের জানাই এক আকাশ ভালোবাসা এবং অনন্ত শুভেচ্ছা।