একটা অধ্যায়ের পরিসমাপ্তি
কাল ছিল, আজ নেই
নাম ধরে আর ডাকবে না বাবা
বলবে না- "আমায় উঠা"
বলবে না- ধ'রে ধ'রে আমায় হাঁটা
শুয়ে থাকতে ভালো লাগে না আমার
নির্মম নিয়তির ডাকে চলে গেছে ওপারে
মিশে গেছে পঞ্চভূতে
বাবা এখন সমস্ত সুখ-দুঃখ-ব্যথা-বেদনার অতীত
তিনি ছিলেন দরিদ্র প্রান্তিক কৃষক
কোনমতে লিখতে পারতেন নিজের নাম
পড়তে পারতেন বাংলা লেখা
ছোটবেলায় আমি ছিলাম ভীষণ রোগা
ভাবতো- কঠোর শ্রমের কাজ আমার দ্বারা হবে না
তাই আমাকে লেখা-পড়া শেখানোর জন্য তার ছিল কী যে প্রাণান্তকর প্রচেষ্টা
আজ শুধুই স্মৃতি--
ওপারে ভালো থেকো বাবা
০৭/০৮/২০২৩ ইং
বিঃ দ্রঃ বিগত ০৫/০৮/২০২৩ ইং তারিখে সকাল ৫.৩৫ (পাঁচটা পঁয়ত্রিশ) ঘটিকায় আমার পরম পূজনীয় বাবা পৃথিবী এবং আমাদের মায়া কাটিয়ে চলে গেছো ওপারে। তাঁর আত্মার মঙ্গল কামনার জন্য পরম স্রষ্টার কাছে প্রার্থনা জানাই।