শকুন আকাশে ওড়ে
কিন্তু দৃষ্টি থাকে মাটির দিকেই
হন্যে হয়ে খুঁজে বেড়ায় ভাগাড়
খুঁজে বেড়ায় গতায়ু পশুর দঙ্গল
পেলেই সাঁই করে নেমে আসে মাটিতে
ক্ষুধা নিবৃত্ত করেই উড়ে যায় আকাশে আবার
এতে প্রমাণ হয় না শকুন পশু প্রেমিক
বরং মনে হয় সুযোগ সন্ধানী খেচর
তেমনি উচ্চশিক্ষিত, উচ্চবিত্ত সম্পন্ন কিছু মানুষ নেমে আসে মাটির ধুলায়
মিষ্টি মিষ্টি কথা বলে দাঁড়ায় দরিদ্র মানুষের পাশে
ভরসা জোগায়
আনন্দে ভাসায়
তারপর জোঁকের মতন রক্ত চুষে
হায়নার মতো খুবলে খুবলে হাড়-মাংস খেয়ে
তৃপ্তির ঢেকুর তুলে
ফিরে যায় সুশীতল আরাম দায়ক বিছানায়
তাই বলে ওরা মানব প্রেমিক নয়
ওরা ভাগাড় সন্ধানী শকুনের প্রতিবিম্ব
ওরা লুটেরা চেঙ্গিস খান
কিংবা সুলতান মাহমুদ
সহজ সরল মৃতপ্রায় মানুষের রক্ত চোষাই ওদের কাজ
০৩/০৯/২০২২ ইং