ভালো লাগে বানরের হুটোপাটি
এক গাছ থেকে অন্য গাছে
এক ডাল থেকে অন্য ডালে ছুটোছুটি
ভালো লাগে শিশু বানরের লাফালাফি
বিরল সুদৃশ্য দাপাদাপি
ডালপালা ভেঙে নষ্ট করে
গাছ-গাছালির ফল, পাতা চিবিয়ে চিবিয়ে খায়
ভীষণ ভীষণ মজাদার
এসব দেখতে কার না ভালো লাগে!
যার ক্ষতি করে কষ্ট পায় কেবল সে
কিন্তু চতুর জঘন্য দ্বিপদী জন্তুর হুটোপাটি?
পথে-ঘাটে নারীর আঁচল ধরে টানাটানি?
এ যেন দ্রৌপদীর বস্ত্রহরণ!
এ কালের দুঃশাসনেরা ঘুরে বেড়ায় যত্রতত্র
যেন সুযোগ সন্ধানী চতুর শিয়াল
সুযোগ পেলেই গোগ্রাসে ধর্ষণ, লুটপাট, রাহাজানি
কার ভালো লাগে এসব?
অথচ ভালো লাগতেই হবে
মেঘমুক্ত আকাশের মতো নির্ভেজাল ভালো
প্রতিবাদ করলে গর্দান যাবে
নয়তো গারদে বসে বসে শুকনো রুটি চিবোবে
অতএব, অবগাহন করো অনিচ্ছাকৃত নির্মল আনন্দে
দেখো লেজহীন বানরের লাফালাফি
অপ্রাকৃত ঝাপাঝাপি
সত্য কথা বললে যেহেতু গর্দান যাবার ভয় আছে
সেহেতু দুচোখ ভ'রে দেখতে হবে তাও
পয়সা লাগবে না
দেখতে পাবেন ফাও
দেখতে হবেই দ্বিপদী শাখামৃগের উৎকট উদ্ভট নৃত্য!!
২৩/০৮/২০২২ ইং