হৃদয় অলিন্দে পড়ে বেদনার রোদ
সসগরা ধরণীতে প্রতি পলে পলে
প্রিয়জনে ব্যথা দিয়ে যায় কত চলে
স্বার্থের মিছিলে হাঁটে, জাগে না তো বোধ।
সময়ের ঘূর্ণিস্রোত ফিরে এসে খোদ
কঠিন আঘাত হানে সুখ সিন্ধু জলে।
হরিৎ সুখের রাশি জ্বলে বহ্নিতলে
কে যেন নিমেষে নেয় নগ্ন প্রতিশোধ!
বিত্ত-বৈভবের মাঝে সুখ খুঁজে যারা
স্বজনের ভালোবাসা হেলায় হারায়,
অথৈ পয়োধিতে ডোবা মানুষের মত
ভোগ করে প্রেমহীন দুর্ভাগ্যের কারা।
ঊষর মরুর তৃষ্ণা মেটানো আশায়
মরুদ্যানের সন্ধান ক'রে হয় ক্ষত!
২৫/১২/২০২২ ইং