ফেসবুক খুললেই কামুক গল্পের দাপাদাপি
নাম পরিচয়হীন ফেক আইডিতে
তরুণ তরুণীদের সুড়সুড়ি দেয়
বিপথে হাঁটতে ওদের প্রেরণা জোগায়
বিত্তের প্রসার বৃদ্ধির উদগ্র প্রয়াস
ওসব কি গল্প?
নাকি লাম্পট্যের খসখসে ধারালো বিচলি?
ভোগে যাচ্ছে তরুণ প্রজন্ম
ভোগে যাচ্ছে এ সমাজ
ওরা সুখের নিশান উড়ায় ছড়িয়ে উল্কা বাজ
০২/০৩/২০২৪ ইং