আমার বাড়ির পাশে শিশুদের পার্ক,
শিশুদের সাথে আসে বুড়োদের ঝাক!
শিশুদের মতো তারা দোলনায় দোলে,
বয়সের কথা তারা অনায়াসে ভোলে।
মোটা-ভারী কামিনীরা হেসে দোল খায়,
শিশুর দোলনা ওটা সুখে ভুলে যায়।
নির্বোধ পুরুষ কিছু ভুলে কাণ্ডজ্ঞান,
আনন্দে বান্ধবী নিয়ে হাসে খ্যান খ্যান!
বোধশক্তিহীন এই নর-নারী মিলে,
উলঙ্গ সুখের বানে খায় সব গিলে!
ব'খে যাওয়া সমাজের অদম্য প্রসার,
বেভুল পান্থের মতো ছোটে দুর্নিবার!
বোধ-বুদ্ধি-বিবেকের হোক জাগরণ,
পার্ক হোক শিশুদের নন্দনকানন।
১৭/০৯/২০২২ ইং