এ কেমন নিদারুণ বিভীষিকা!!
ধ্বংসযজ্ঞের ভয়াল চৌরাস্তায় দাঁড়িয়ে উল্লাসে লাফাচ্ছে শকুন
স্বজন হারানো মায়ের আঁখিতে শ্রাবণের অবিরল ধারা
আগুনের লেলিহান শিখায় ভস্মিত বাড়ি-ঘর
দাহিত দোকানপাট
লুন্ঠিত- সঞ্চিত সম্পদ
গোয়ালের গরু খেদিয়ে খেদিয়ে নিয়ে যায় লম্পট
আপনার ভেবে
আপন খেয়ালে চুরি ক'রে ভোঁ চম্পট
ঠুটো জগন্নাথ পুলিশের নাকের ডগার উপর দিয়ে
রূপসী ষোড়শী যুবতীর দিকে ধর্ষকামী শকুনের ভীষণ কুদৃষ্টি
যেন ধর্ষণের পূর্বেই ধর্ষণ
এ সব দেখে না দৃষ্টি প্রতিবন্ধী উচ্চ প্রশাসন
উন্নয়নের ফিরিস্তি দর্শনে নিমন্ত্রণ জানায় আরেক স্বৈরিণিকে
অবাক বিস্ময়ে চেয়ে দেখি ওদের নির্মম নির্লজ্জতা
কীভাবে এড়িয়ে যায় বিভীষিকাময় নিষ্ঠুর ঘটনা!!
আগে ভাবতাম- গণ্ডারের চামড়া ভীষণ ভীষণ মোটা
এখন দেখছি অনুভূতিহীন গণ্ডারের চামড়ার চেয়ে ওদের চামড়া আরো বেশি মোটা
আরো বেশি অনুভূতিহীন
কর্ণযুগল বধির
বড়ই অদ্ভুত!!
শুধু দেখি উলঙ্গ হিংসার উন্মত্ত উল্লাস
যেদিকে তাকাই- চোখে পড়ে নিখুঁত ব্ল্যাকহোলের ভয়ানক অন্ধকার
২৫/০৭/২০২২ ইং