রজনী না যেতে ডুবে গেছে চাঁদ
আধেক রাতের তারা,
গুমরে গুমরে কেঁদে কেঁদে মরে
হয়ে প্রিয়জন হারা।
স্বজন হারানো প্রেয়সির বুকে
কান্না নদীর ঢেউ,
উথালি পাথালি ঢেউ খেলে যায়
নেই তো দেখার কেউ।
আমি তুমি কাঁদি আমাদের কবি
দুঃখের তরী বেয়ে,
না ফেরার দেশে জমিয়েছে পাড়ি
সাম্যের গান গেয়ে।
রবির কিরণে ছড়িয়ে সে আলো
স্বদেশ মায়ের বুকে,
অগ্নি মশালে ফুটিয়ে প্রসূন
পালিয়ে গিয়েছে দুখে।
আজ চারিদিকে হাহাকার দেখি
তোষণের কারবার,
বিবেকের ঘরে আগুন জ্বালাতে
দেখি না কাউকে আর।
তোমার অভাবে চাঁদ তারা কাঁদে
কাঁদে অজস্র লোক,
প্রয়াণ দিবসে করজোড়ে কবি
জানাই কালের শোক।
২৭/০৮/২০২২ ইং
বিঃ দ্রঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।