আমি শুধু ভাগ পেতে চাই
দেবার ইচ্ছে কই?
তাইতো তুমি আড়াল দিয়ে
লুকিয়ে বেড়াও সই।
একা একা ভালো থাকার
এই যে নেশা ঘোর,
এখন আমার চোখ নদীতে
ঝরায় নয়ন লোর।
সবাই থেকে দূরে দূরে
নিন্দে আমায় কঠিন সুরে
তুমিও সেই দলে সখি
বুঝতে পারি কই?
তাইতো তুমি আড়াল দিয়ে
লুকিয়ে বেড়াও সই।
জীবন ছিল পুষ্পে ভরা
এখন শুধুই কঠিন জরা
শূন্য ঘরে একা একা
তোমার আশায় রই,
আড়াল দিয়ে লুকিয়ে বেড়াও
তোমারে পাই কই?
আঁধার যখন আসবে চুমে
থাকবো আমি গভীর ঘুমে
তখন এলে কথা কি আর
কইতে পারবো সই,
আড়াল দিয়ে লুকিয়ে বেড়াও
তোমারে পাই কই?
১০/১০/২০২৩ ইং
বিঃ দ্রঃ একা একা ভালো থাকার লোভে প্রথম জীবনে অনেকেই আত্মীয়-পরিজন থেকে দূরে চলে যায়। জীবনে ভাটার টান এলে আত্মীয় পরিজনকে মনে পড়ে। তখন খোঁজ শুরু হয় স্রষ্টার। সেই অনুভূতি ও ভাবনা থেকে এই লেখা।