সব ব্যথা কি যায় রে বলা?
কিছু ব্যথা গোপন থাকে,
কিছু ব্যথা হাত-পা মেলে
ছড়িয়ে পড়ে ঘূর্ণিপাকে।
কিছু ব্যথা বুকের মাঝে
চিনচিনিয়ে বাজে নিত্য,
কিছু ব্যথা উড়ে গিয়ে
হালকা করে দগ্ধ চিত্ত।
পরের দেয়া কঠিন ব্যথা
তা তো বেশি দেয় না জ্বালা,
আপন জনের অল্প ব্যথায়
বুক হয়ে যায় ঝালাপালা।
ব্যথার মতো আপন জনা
কে আর আছে এই দুনিয়ায়?
বক্ষ মাঝে লেপটে থেকে
আপন মনে গান গেয়ে যায়!
আপন জনের মতো ব্যথা
থাকুক সুখে বক্ষ জুড়ে,
ব্যথার দোহাই দিয়ে কেউ আর
থাকিস না রে হয়ে কুঁড়ে।
অল্প দিনের ক্ষুদ্র জীবন
ব্যথার ঘায়ে পড়লে ঘুরে,
অভিমানী সুখ পাখিটা
থাকবে প'ড়ে অনেক দূরে।
১৪/১০/২০২২ ইং