ওরা কারা?
ওরা কি মানুষ?
নাকি মানুষ নামের চতুষ্পদী জীব?
নাকি একাত্তরের নরঘাতক?
নাকি পরাজিত রাজাকার, আল-বদর?
ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে আর কত হত্যা?
আর কত অগ্নি-সংযোগ, লুটপাট চলবে?
ঠাকুরের পায়ের তলায় কোরআন রাখার অসত্য অপবাদ
তার আগে ভোলা, নাসিরনগর, বাগেরহাট
সব ষড়যন্ত্রমূলক গুজব!
নিরবিচ্ছিন্ন শিকার- শান্তিপ্রিয় নিরীহ হিন্দুরা
দেশ থেকে তাড়াবার পাঁয়তারা

স্বাধীনতা লাভে নির্ভেজাল অবদান ছিল হিন্দুদের
তারাই এখন ব্রাত্য?
কারা ছিল রাজাকার, আল-বদর?
ধর্মীয় লেবাস পরে তারাই এখন পেয়েছে দেশ প্রেমিকের তকমা
হিন্দুদের উচ্ছেদে ওরাই চালাচ্ছে বুলডোজার
অগ্নি-সংযোগ, ধর্ষণ, লুটপাট করছে ওরাই
যে সব লেখক ও কবি বন্ধুরা প্রতিবাদ করছে তাদের জানাই অনন্ত সালাম
ফুল দিয়ে গাঁথা মালিকার মতো ওরা গাঁথছে ঘটনার মালা
একটার পর একটা ঘটনা
কোন প্রতিকার নেই
নেই কোন শাস্তি
এই সব ঘটনার কুশিলবেরা রয়েছে নিরাপদ হেফাজতে
ধিক্কার জানাই ওদের পৃষ্ঠপোষকদের!
মৌন মুনিদের জানাই- ক্ষুধার্ত হিংস্র পশু সবার জন্যই সমান বিপদজনক
কুমিরের আক্রমণে মরে কুমির পালক
সাপের কামড়ে মরে সাপুড়ে
অতএব পৃষ্ঠপোষকেরা সাবধান!
সাবধান হবেন তারাও--
গদি হারানোর ভয়ে ভাসুরের নাম নিতে ভয় পায় যারা
নির্বোধ-নিস্তেজ-মেরুদণ্ডহীন হিন্দুরা তো মরবেই
তারপর--?

২১/০৭/২০২২ ইং