তিনি একজন নোবেল জয়ী
তিনি দেশের গর্ব,
কিন্তু তিনি ধান্দাবাজ! তাই
অহংকার হয় খর্ব!
নোবেল জয়ী বিশেষজ্ঞ
মস্ত বড়ো চাটুকার,
দুর্নীতিতে নির্বাক থাকে
হয় না তিনি ঘরের বার।
লাভের লোভে বুদ্ধি ঢালে
চক্ষু রেখে বন্ধ,
ভালো কাজের প্রশংসা নেই
তখন তিনি অন্ধ!
বুদ্ধি-বিবেক বন্ধ রাখা
তল্পিবাহক বিদ্বান,
বিশেষজ্ঞের এমন কাণ্ডে
বিশেষ অজ্ঞ পায় মান।
ছানি পড়া চোখ ও মনের
সুচিকিৎসা দরকার,
লালা-ভোলা ছুটে গিয়ে
দুষ্টু ছানি কর বার!
লালা-ভোলা সে আবার কে?
হয়তো ভাবছো তোমরা,
কুচকুচে দুই কুকুর ছানা
দেখতে কালো ভোমরা!
১২/০২/২০২৩ ইং