আঁধারের পাখায় ভর করে ছুটে আসছে 2022!
কালান্তক যমের মতো বিভীষিকার চাদর গায়ে ধাবমান ওমিক্রন!
আশার বাতিঘরে চলছে হতাশার ভূকম্পন!
তবুও চাই দুই হাজার বাইশ হয়ে আসুক
প্রত্যাশার
ভালো লাগার
ভালোবাসার সফেদ গোলাপ!
মুছে যাক বিষাদের চৈতালি নিদাঘ রোদ

প্রত্যাশার পারদ মেখে এসেছিল একুশ
ডেল্টা ক্ষেপণাস্ত্রে ভূপাতিত মানুষ
করোনা তার ধ্বংস-নিশান উড়িয়েছে বিশ্বময়
সময়ের উঁচু-নিচু সিঁড়ি বেয়ে চলছি গন্তব্যে
খানিকটা সরলরৈখিক গতিধারা এসেছে জীবনে
কেবল ভুলতে বসেছিলাম স্বজনের আহাজারী
দুঃখের আস্তিন গুটিয়ে তাকাচ্ছি সুখের সন্ধানে
ঠিক তখনই ফিনিক্স পাখির ডানায় ভর দিয়ে বিদ্যুৎবেগে ছড়িয়ে পড়ছে ওমিক্রন
স্বপ্নের সিঁড়িতে পদাঘাত
দুই হাজার বাইশের চঞ্চুতে প্রলয়ের অগ্নিশিখা
তবুও স্বাগতম হে দুই হাজার বাইশ!
দুঃখ কিংবা সুখ যা কিছু বয়ে আনো
তুমি আমাদেরই--

৩১/১২/২০২১ ইং

কবিতাটি আসরের বরেণ্য কবি "চিত্রলেখা দত্ত" কে উৎসর্গ করলাম। তাঁর কবিতায় কমেন্ট করতে গিয়ে প্রথম কয়েকটি চরণ লিখেছিলাম।

সকল কবি বন্ধুকে জানাই ইংরেজী নববর্ষের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা--