অসম্ভব আজ সম্ভব হলো- পদ্মার বুকে সেতু,
কোথায় গেল বাধা সৃষ্টিকারী রাহু-কেতু?
ষড়যন্ত্রের কথা বলে দিয়েছিল বাধা,
তারা কি আজ সাজেনি কো মস্তবড়ো গাধা!?
রামের ধনুর মতো বাঁকা সেতু পদ্মার বুকে,
রূপালী জল তারই নিচে করছে খেলা সুখে।
কী মনোহর সৌন্দর্য তার! কী যে লাগে ভালো!
যেন আঁধার ঘরে ঝরে পড়া দিবাকরের আলো।
দক্ষিণ বঙ্গবাসীর কাছে উন্নয়নের আশা,
ঊষর মরুর বুকে যেমন বৃষ্টির ভালোবাসা।
তেমনি পদ্মা সেতু স্বপ্ন জয়ের, স্বদেশ প্রেমের হাসি,
সবার মনে প্রেম ছাড়ানো বৃন্দাবনের বাঁশি।
দৃঢ় চেতা পঙ্গু পারে লংঘন করতে গিরি,
পদ্মা সেতু তেমনই এক স্বর্গ ছোঁয়া সিঁড়ি,
বাংলাদেশের উন্নতি আজ দেখুক সারা বিশ্ব,
আশা ও বল জাগুক বুকে যারা মনে নিঃস্ব।
২৬/০৬/২০২২ ইং