ফাগুন বেলায় মৃদু মন্দ হাওয়ার তালে তালে,
উড়ছে তোমার রেশমি কুন্তল দুলছে শুভ্র ভালে।
অঙ্গে শোভা বাসন্তীবাস ললাটে লাল রবি,
লাগছে যেন রাজকুমারীর পটে আঁকা ছবি।
কোমল রোদের ছোঁয়ায় তোমার অঙ্গে পুলক জাগে,
বন্দী হলাম তোমার হাসির উষ্ণ অনুরাগে।
কৃষ্ণচূড়ার রঙ মাখানো তোমার অধর দুটি,
বলছে হেসে আয় কাছে আয় বাঁধি আমরা জুটি।
আমার মনের বন্ধ বাতায়নে দখিন পবন,
আনছে বয়ে শিউলি সুবাস পুণ্য পূর্ণ লগন।
ভুলে গেছি বিত্তহীনের চিত্ত পোড়ার গন্ধ,
বইছে মনে সরষে হলুদ ভালোবাসার ছন্দ।
তোমার দিকে হাত বাড়াতেই ভোরের রবি এসে,
তপ্ত তাপে ঘুম ভাঙিয়ে করছে আদর হেসে।
মিষ্টি ঠোঁটের হাসির বৃষ্টি বাজায় মনে বাঁশি,
স্বপ্নচারী ও সুন্দরী তোমায় ভালোবাসি।
২১/০৩/২০২৪ ইং