আগাছার বৃদ্ধি বেশি এ পৃথিবীময়,
যতনে লাগানো শস্য অনায়াসে ঢাকে।
শস্যের জীবনী শক্তি শুষে নেয় ফাঁকে
বলবন্ত হয়ে করে শস্যক্ষেত্র লয়।
কর্মক্লান্ত কৃষকের মনে থাকে ভয়,
নিড়িয়ে আগাছা- শস্য নিরাপদ রাখে।
ফসলে কীটাণুকীট আসে ঝাঁকে ঝাঁকে
কীটঘ্ন প্রয়োগে ওরা ধ্বংস প্রাপ্ত হয়।
লোভ-লালসার মতো আগাছার চাষ
মানব হৃদয় করে অনুপ্ত জমিন।
পোকামাকড়ের মতো ক্রোধ-মোহ-কাম
শুষে নেয় জীবনের সমগ্র নির্যাস।
বল্গাহীন রিপুগণে কে পরাবে জিন?
সুশিক্ষার বেড়ি পারে হতে লব্ধকাম।
১২/১১/২০২২ ইং