আমাদের অর্ঘ্যমণি বাক প্রতিবন্ধী
দুর্ভাগা শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী
উল্লাসহীন ভাঙাচোরা শৈশব
বদ্ধ পুকুরের জলের মতন গৃহবন্দী আনন্দহীন জীবন
খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যাচ্ছে অনিশ্চিত আগামীর দিকে
জন্মদাত্রী মা-ই তার পৃথিবী
এছাড়া একান্ত সঙ্গী এ কালের শ্রেষ্ঠ আবিষ্কার মুটোফোন
মুঠোফোন নিয়ে একা একা খেলে আপন খেয়ালে
গান শুনে, ছবি দেখে, মিষ্টি মিষ্টি হাসে
সুস্বাদু যন্ত্রটি না পেলে রাগ করে
অভিমানে মুখ করে ভার
তবুও থেমে নেই তার জীবন
ভর্তি হয়েছে স্কুলে
দুরন্ত শৈশব তাকে ঠেলে দিচ্ছে অগোছালো কৈশোরের দিকে
অনেকেই ভাবে পরিবারের বোঝা, সমাজের বোঝা
কিন্তু ওরা এখন পিছিয়ে নেই আর
এই পৃথিবীতে প্রতিবন্ধীদের অবদান কম নয়
মহাকবি হোমার, বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং
আছে আরো অনেকে
ওদের জন্য চাই সহমর্মিতার ছোঁয়া, মমতার ছোঁয়া
নিষ্ঠুর সমাজে ওরাও জ্বালাতে পারে আলোর ফোয়ারা
সুচতুর, সুশিক্ষিত ভদ্রলোকদের মতো ওরা স্বার্থপর নয়
নয় মোটেই হিংসুটে
ওরা সততার বিমূর্ত প্রতীক
ওরাও তো হতে পারে দেশ ও জাতির সূর্য সৈনিক
০৮/০৮/২০২২ ইং
"সহমর্মিতার সংবেদন"