ভগবানকে কোথায় খুঁজো? সে কি রাস্তায় ঘুরে?
নাকি সে জন কায়িক শ্রম বিক্রি করে দূরে?
হাটে-মাঠে ঘুরে কি সে পাগলা নন্দী হয়ে?
নাকি সে জন ভিক্ষা করে আপন ভাগ্য জয়ে?
স্রষ্টা আছে, ছিল আগেও, থাকবে চিরকাল,
আত্মা রূপে সকল জীবেই ধ'রে আছেন হাল।
আছে বলেই হাসো, কাঁদো, হাঁটো চরণ ফেলে,
আছে বলেই বিশ্ব দেখো আঁখি দুটি মেলে।
আছে বলেই লতা-পাতা-বৃক্ষে পুষ্প শোভা,
পুষ্টিগুণে সমৃদ্ধ ফল কী যে মনোলোভা!
আছে বলেই বিচার-বুদ্ধি, ভালো-মন্দ জ্ঞান,
ক্ষণিক লোভে ভালো খুইয়ে করছো মিথ্যার ধ্যান।
আছে বলেই হৃদয় মাঝে আবেগ করে খেলা,
দুঃখে কাঁদো, সুখে হেসে কাটাও জীবন বেলা।
খাঁচা ছেড়ে যখন তিনি উড়ে যাবে দূরে,
নীরব হবে চঞ্চলতা কাঁদবে সবাই সুরে।
বৃথাই তাকে খুঁজো মরো মন্দির-মসজিদ-গির্জায়,
খুঁজো নিজের হৃদয় মাঝে, নইলে করবে হায়! হায়!!
"নো দাই সেল্ফ" সক্রেটিসের অমর বাণী খানি,
তারই সাক্ষ্য বহন করে হৃদয় দিয়েই জানি।
তুমি-আমি, চারিপাশে যত সৃষ্টি কাজ,
সবার মধ্যেই তিনি আছেন হয়ে সুপ্ত তাজ।
১৯/০৯/২০২৩ ইং