চৈত্র শেষে নববর্ষের
শুভ আগমন,
স্মৃতির জানলা খুলে দিয়ে
যায় ছুটে এই মন।
বাঁশের বাঁশি, পাতার বাঁশি
ডাকে- 'ফিরে আয়',
সবুজ-শ্যামল, ধুলোমলিন
ছোট্ট সোনার গাঁয়।
হেথায় দোয়েল আজো নাচে
কোকিল করে গান,
উদম হয়ে শিশু-কিশোর
দেয় জুড়ে খুব তান।
চোখের কোনে আজো ভাসে
সেই মেয়েটির মুখ,
ফোকলা দাঁতের চপল হাসি
দেয় এনে খুব সুখ।
কার বিরহে এ মন কাঁদে?
কার পানে মন চায়?
হরিণ আঁখির সেই মেয়েটির
পানেই এ মন ধায়।
হারা শশীর হাসির মতো
হারিয়ে গেছে সে,
পাথর বুকের দেয়াল জুড়ে
তাকেই খুঁজি যে।
হৃদয় পোড়া বোশেখ এলেই
চৈত্র দাহের বান,
ধুলোর মেঘে দেয় ভরিয়ে
শূন্য মন বাগান।
১৪/০৪/২০২২ ইং
এপার বাংলায় আজ পহেলা বৈশাখ। নববর্ষ। নববর্ষের এই শুভদিনে সকল বন্ধুকে জানাই প্রাণঢালা প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা।