বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা।
                    
বিজয় মানে খুশির জোয়ার শিশুর মুখের হাসি,
মায়ের হাতের নাড়ু-মোয়া, পিঠা-পুলির রাশি।
বিজয় মানে ভোরের সূর্য নবীন আলোর ছটা,
প্রিয়ার হাতে হাতটি রেখে অভিসারের ঘটা।

বিজয় মানে পদ্মা নদীর ইলিশ ভাজা গন্ধ,
শীতের হলুদ সরষে ক্ষেতে অলির নৃত্য ছন্দ।
বিজয় মানে আমার স্বদেশ ইচ্ছে খুশি চলা,
শিশুর মতো দুশ্চিন্তাহীন মনের কথা বলা।

বিজয় মানে কৃষক-মজুর-জেলের স্বাধীনতা,
স্বদেশ প্রেমের প্রবল জোয়ার শিশুর সরলতা।
বিজয় মানে বোনের আদর ভাইয়ের ভালোবাসা,
মন আনন্দে কথা বলার মায়ের মুখের ভাষা।

বিজয় মানে শিক্ষাগুরুর সঠিক পথের নির্দেশ,
বাবার বুকে লুকিয়ে থাকা ভালোবাসার খুব রেশ।
বিজয় মানে নিদাঘ রোদে ভোরের সজীব হাওয়া,
অনেক দুঃখ-কষ্টে যেমন মায়ের আদর পাওয়া।

বিজয় আনে মন গহীনে স্বর্গ সুখের ধ্বনি,
লাল সবুজের ওই পতাকা আপন বলে গনি।
বিজয় বুকে শত্রু বধের ইচ্ছে করে বপন,
বিজয় দেখায় পলাশ রাঙা সুখি দেশের স্বপন।

১৬/১২/২০২১ ইং।