বলবীর্যশালী হয়ে পুত্র-কন্যাগণ
ভুলে যায় পিতা-মাতা ভোলে রে স্বজন!
সুখের উন্মাদ স্রোতে ঊর্ধ্বমুখে ধায়,
দায়িত্ব-কর্তব্য জ্ঞান নিমেষে পালায়।
নগ্ন স্বার্থে মগ্ন থেকে অসুর সমাজ
ভুলে যায় শিকড়ের যতো কারুকাজ।
আপন দুর্ভাগ্য বীজ বুনে যায় নিজে
বার্ধক্যে পীড়িত হয়ে কাঁদে! ব্যথা কী যে!
জাতীয় পতাকা সব দেশের সম্মান
গর্দভ মানুষ তাকে করে অপমান।
পতাকা, দেশের মতো পিতা-মাতাগণ
সন্তানের কাছে হোক মহামূল্য ধন।
আজ যারা পুত্র-কন্যা কাল পিতা-মাতা
তাদের জন্যেও আছে দুঃখ ফাঁদ পাতা।
১৬/১২/২০২২ ইং