ওই দেখো হেঁটে যায় গোপিচাঁদ বাইন,
কেউ বলে ভোলা তাকে কেউ বলে গাইন।
সুর নেই তাল নেই তবু গায় গান,
মুখে পোরা থাকে তার এক খিলি পান।
এলোমেলো গেয়ে বলে হাতে তালি দাও,
নয় আমি শোনাবো না গান ফাও ফাও।
ছেলে-বুড়ো যতো থাকে দেয় হাতে তালি,
খুশি হয়ে গোপি গায় গান এক হালি।
ভোলাভালা শাদা মন অল্পতেই খুশি,
কোন কিছু না পেলেও করে না কো দুষি।
সারাদিন কাজ করে মনে নেই দুখ,
শাক-ভাত খেয়ে সুখে দূর করে ভুখ।
কারো ক্ষতি করে না সে নিজ মনে থাকে,
টেনে তুলে কেউ যদি প'ড়ে যায় পাঁকে।
অপরের দুখে তার চোখে ঝরে জল,
অপরের সুখে হাসে সুখে খল খল।
কাঁড়ি কাঁড়ি টাকা গাড়ি বাড়ি আছে যার,
তার মনে সুখ নেই হয় জেরবার।
"গোপিচাঁদ সুখি" দেখে পায় তারা কষ্ট।
যার বেশি লোভ নেই সে-ই সুখি পষ্ট।
২৪/০৫/২০২২ ইং