নারী ও পুরুষ নয়কো সমান, নয় কেউ ছোট-বড়ো,
সৃষ্টির কাজে স্রষ্টা তাদের করেছে ধরায় জড়ো।
সৃষ্টি কর্মে ভূমিকা ভিন্ন, কেউ নয় কারো কম,
নিজেকে সিংহ পুরুষ ভাবতে পুরুষেরা সাজে যম।
কোন কোন নারী ছলনার দ্বারা ভুলায় মাতৃ রূপ,
শুকনো ফুলের মতই সে নারী অকালেই ঝরে টুপ।
নারী ছাড়া নর অসম্পূর্ণ, নর ছাড়া নারী তাই,
এ ধরার বুকে জীবন সৃজিতে দুয়ের মিলন চাই।
দুইটি কাঠের ঘর্ষণে হয় আগুন প্রজ্জ্বলিত,
একটিকে ছাড়া অপর ব্যর্থ, জানো নাকি, অবিরত?
কারো অবদান কম-বেশি নয়, নারী পুরুষেও তাই,
কারো কৃতিত্ব ছোট করে দেখা দুর্বৃত্ততা ভাই।
আধিপত্যের মানসিকতার কারণে সমাজে নারী,
পুরুষের কাছে অবজ্ঞা পায় এ তো অন্যায় ভারি।
পুরুষের চেয়ে কম কিসে ওরা বরং বলবো বেশি,
শান্ত-শিষ্ট-নম্র-ভদ্র, দেখায় না ওরা পেশি।
মায়া-মমতায় লতার মতন জড়ায় আপনজন,
ভালোবাসা দিয়ে স্বজনেরে সুখে ঢেকে রাখে সারাক্ষণ।
আগে ছিল ওরা আবাসে বন্দি পুরুষের করতলে,
যোগ্যতা দিয়ে ঘর বার সব জিনিয়াছে বাহুবলে।
ওরাই-লক্ষ্মী-সরস্বতী-উমা সুখের প্রস্রবণ,
ওদের দানিলে সম্মান, হবে সংসার তপবন।
১৪/১০/২০২৩ ইং