দেখে কারো সহাস্য মুখ
মনে জাগে অনন্ত সুখ
কেউ বা আমার দুঃখ দেখে কাষ্ঠহাসি হাসে।
চেয়ে দেখি চতুর্দিকে
দুঃখানলে জীবন ফিকে
বুঝতে পারি আমার জীবন সুখের ভেলায় ভাসে।
আমি থাকি দালান ঘরে
পাই না দুঃখ বাদলা ঝড়ে
তবু ভাবি আমার মতো দুখি কে আর আছে!
দিনান্তে খায় এক মুঠো ভাত
আগুন জ্বেলে পোহায় প্রভাত
আমার দুঃখের কী আছে দাম তাদের দুঃখের কাছে!?
সকাল থেকে সারা দিবস
কর্ম ক'রে শরীর বিবশ
সন্ধে হলেই ক্লান্ত দেহে ঘুমায় মাটির ঘরে।
নেই কো তাদের বিজলি বাতি
আঁধার ঘরেই কাটায় রাতি
অধরা সুখ কোথায় পাবে? দুঃখই শুধু ঝরে।
ভোরের নবীন আলোর মত
তাদের হাসি অবিরত
দেখে ভাবি আমার মনে কীসের এত কষ্ট!
দেখে ওদের সহাস্য মুখ
মনে জাগে অনন্ত সুখ
আমার দুঃখ যায় মিলিয়ে ওদের সুখে পষ্ট।
মিথ্যে দুখের কলরবে চাই না পেতে কষ্ট।
২৯/০১/২০২২ ইং