শুনতে পেলাম এই বাড়িতে চলছে সুখের আড্ডা,
দুঃখগুলো হর-হামেশা খাচ্ছে শুধু গাড্ডা।
তাই তো আমি এলাম ছুটে পেতে সুখের ভাগ,
দিবে নাকি ও দিদিভাই একটু অনুরাগ?
দিবে নাকি ভালোবাসার কনক উপহার?
পেলে খানিক এক নিমিষে হবো ঘরের বার।
আমার ঘরে দুঃখ-জ্বালার হরেক আয়োজন,
যতই তাড়াই চায় না যেতে, থাকার ভীষ্ম পণ।
তোমার একটু ছোঁয়া কিংবা সূর্য রাঙা হাসি,
পেলে আমি ভুলতে পারি দুঃখ রাশি রাশি।
প্রজাপতি, পাখির মতো উড়তে পারি সুখে,
বজ্রসম আঘাত পারি সইতে আমার বুকে।
ও দিদিভাই, কাছে এসো তুলি একটা ছবি,
দুঃখ পালাক দুঃখ নিয়ে উঠুক খুশির রবি।
২৬/১২/২০২৩ ইং
বিঃ দ্রঃ সময়টা ভীষণ খারাপ যাচ্ছে। বিক্ষিপ্ত মন। অনেকদিন কিছু লিখি না। কয়েকদিন আগে ভাইপো প্রদীপ সরকার তার দুই মেয়ে- পূজা এবং আরাধ্য ও বৌমাকে নিয়ে কল্যাণী এসেছে। তার মা-বাবার সাথে কয়েকটা দিন কাটাতে। ওই বাড়িতে চলছে সুখের আড্ডা। বইছে খুশির হাওয়া। তাই খানিকটা ভাগ নিতে গিয়েছিলাম। তারি খানিকটা খুশির ঝলক আসরের বন্ধুদের সাথে শেয়ার করলাম--