ধীমান বাবুর টাকার পাহাড়, বাড়ি গোটা চারেক,
ভেজাল ব্যবসায় মানুষ ঠকায়, চায় না ফিরে বারেক।
সুশিক্ষিতা ঘরের গিন্নি সভা নিয়ে ব্যস্ত,
কাজের লোকের 'পরে থাকে সংসারের ভার ন্যস্ত।
জায়া-পতি কর্মব্যস্ত থাকে না কেউ ঘরে,
দিনের শেষে ক্লান্ত হয়ে ঘুমায় আড়ম্বরে।
দুই সুপুত্তুর, কে কি করে রাখে না কেউ খবর,
চড়ুই পাখির মতোই স্বাধীন, ভাবে সুযোগ জবর।
পড়া-লেখা লাটে তুলে বড়ো ছেলে নিত্য,
বান্ধবী আর মদের নেশায় ব্যস্ত রাখে চিত্ত।
ছোট ছেলে বন্ধু সাথে পার করে দিন আড্ডায়,
মুঠোফোনের প্রেমে মগ্ন, প'ড়ে গেছে গাড্ডায়!
বড়ো ছেলের লিভার নষ্ট, ছোট ছেলের অন্তর,
টাকার পিছে ঘুরে বাবা সে যেন এক যন্তর।
সময় মতো খায় না খাবার বিত্ত নেশায় মত্ত,
গ্যাস-অম্বলের কাছে বিক্রি হয়ে গেছে স্বত্ব!
লিভার খুইয়ে বড় ছেলে পাড়ি দিল স্বর্গে,
ফোন নিয়ে মার বকা খেয়ে ছোট ছেলে মর্গে।
টাকা-পয়সা, গাড়ি আছে সুখে চৈতি রোদ্দুর,
হা-হুতাশায় কেঁদে বলে শমন তুমি কদ্দুর!?
২১/১১/২০২২ ইং