সূর্যটা নির্জনে থাকে চুপ দাঁড়িয়ে,
পৃথিবীর 'পরে তার আলো দেয় বাড়িয়ে।
ধরণীর যে পৃষ্ঠ তার দিকে থাকে,
প্রদীপ্ত আলো রবি ছুঁড়ে দেয় তাকে।
বিপরীত পাশে থাকে তমসার রাত,
নিকৃষ্ট মানুষের শুধু উৎপাত।
ঘোরে-ফেরে ভূত-প্রেত আরো ঘোরে চোর!
আঁধারের চেয়ে তমা আরো ঘনঘোর।
আঁধার কি তোমাদের ভালো লাগে খুব?
তবে কেন শিক্ষাতে দিচ্ছ না ডুব?
শিক্ষার আলো বড়ো তপনের চেয়ে,
অমানিশা ভেদ ক'রে যায় ধেয়ে ধেয়ে।
তোমরাই এ দেশের স্বপ্ন ও আশা,
মূক মুখে তোমরাই পারো দিতে ভাষা।
শিক্ষার আলো পিয়ে হতে পারো রবি,
বদলাতে পারো এই স্বদেশের ছবি।
আজেবাজে কত লোক আমাদের দেশে!
শিক্ষার আলো জ্বালো, যাবে তারা ভেসে।
আঁধার না পেলে তারা হয়ে যাবে চুপ,
তোমরাই আমাদের সুগন্ধি ধূপ!
১৩/০১/২০২৪ ইং
বিঃ দ্রঃ শিশু, কিশোর-কিশোরীদের জন্য এ লেখা। তারা শিক্ষিত হলে আধার দূর হবে। আমাদের দেশ সমৃদ্ধ হবে।