সহস্র প্রণতি গুরু তোমার চরণে,
চির জাগরুক থেকো অধমের মনে।
তোমার সৃজিত সুধা তটিনী কল্লোল,
হৃদয়ে হিল্লোল তোলে সুমধুর বোল।
মনের ভেতরে যেই কষ্ট করে বাস,
কুড়াই নৈবেদ্য থেকে ফুলের সুবাস।
বুকের কন্টক করে গীতাঞ্জলি দূর,
যাপিত জীবনে পাই সুবাসিত সুর।
সোনার তরীতে বেয়ে জীবন রাঙাই,
বলাকা ডানায় উড়ে সুখে গান গাই।
পঁচিশে বৈশাখ আসে নিয়ে প্রেম বারি,
অঞ্জলি ভরিয়া লই কিছু সুধা তারি।
জন্মদিনে তব পদে প্রণতি আমার,
এসো গো ধরায় ফিরে সুধার আধার।
০৮/০৫/২০২২ ইং