এখন মানুষ স্বার্থে অন্ধ
চোখের ভেতর ছানি
শরৎ প্রাতের সৌন্দর্য কি চোখে পড়ে আর
ষড়যন্ত্রের কুশলী জাল বুনে বুনে খুশির তুফান ওঠে
তারই ফসল তুলতে হাজার মন্দমতি ছোটে
অপরাধের রেকর্ড ভেঙে করছে দারুণ ভোজ
মহানন্দে চলছে এমন রোজ

মুক্তবুদ্ধির ঝিলিক যাদের আঁখির কোনে ছিল
টইটম্বুর আঁধার তাদের নয়ন পথে হাসে
বধির তাদের সচল হৃদয় খানি
আপন আপন ভাইয়ের দুঃখে ভীষণ কাতর হয়
প্রতিবেশীর ব্যথায় হেসে গুজব গুজব কয়
ভাইয়ের জন্য লিখে ফেলে দগ্ধ জ্বালার কবিতা একখান
ভিসুভিয়াস উদ্গিরণের ছোটে তপ্ত বান
নিপীড়িত প্রতিবেশীর ভয়াল আর্তনাদে
মুচকি হাসির বান ডেকে যায় ভাবেন পড়ছে ফাঁদে
আপন দোষের পোস্টমর্টেমে খোঁজেন অন্যের দোষ
হাওয়ায় বিলি কেটে চলে অস্বচ্ছতার রোষ
এমন মুক্তবুদ্ধির চাষাবাস
সমাজে কি শান্তি আনে শুধুই বাঁশের চাষ

০৩/১০/২০২৪ ইং