সকল ধর্মের আসল কথা মানবতার সেবা,
চুরি-ধর্ষণ-হত্যা করতে বলছে কোথায় কে বা!
মন্দিরে যাও, মসজিদে যাও মন রাখো পবিত্র,
কাউকে হিংসা-ঘৃণা করা নোংরা হরর চিত্র।
ধর্ম-কর্ম যতই করো মন যদি হয় বিষ্ঠা,
না যদি রয় অন্য ধর্মে ভালোবাসা, নিষ্ঠা,
তাকে কি আর মানুষ বলে? যায় কি বলা ধার্মিক?
ভাবো তাকে নরকের কীট, মিলবে উত্তর ঠিক ঠিক।
এ পৃথিবীর সব মানুষের আছে নিজের ধর্ম,
শ্রদ্ধায় পালে নিজের ধর্ম ওটাই ওদের বর্ম।
অন্য ধর্মের কাউকে কি হে যায় বলা বিধর্মী?
তোমায় বললে লাগবে কেমন? ভাবো ধর্মের বর্মী।
সকল নদী ছুটে চলে বিশাল সাগর পানে,
ভিন্ন নামে-পথে চলে চটুল ছন্দে গানে।
তেমনি সকল ধর্মের লোকের লক্ষ্য পরম স্রষ্টা,
ভিন্ন পথে চললে কি কেউ হবে ধর্মভ্রষ্টা?
মানবতার পাঠ শেখাতে ধর্ম আবির্ভূত,
হিংসা কিংবা ঘৃণা করলে যায় কি থাকা পূত?
বিবেক নির্দেশিত পথে কর্ম করে যারা,
বলবো আমি এ জগতের শ্রেষ্ঠ মানুষ তারা।
মরুভূমির বালির মতো হৃদয় যাদের ঊষর,
মানবতা, সাম্যবাদের চিন্তা তাদের ধূষর।
তারা কি আর ধর্ম বুঝে? বুঝে রেষারেষি,
অলীক ভাবনায় ধর্মের নামে দেখায় শুধু পেশী।
ধর্মের সঠিক মর্ম মেনে যারা কর্ম করে,
তারাই ধার্মিক, শ্রেষ্ঠ মানুষ এ ধরণীর 'পরে।
১২/০৪/২০২২ ইং