এই যে বুড়ো খোকা-খুকি
দুলছো মহা সুখে,
ছিঁড়ে গেলে দোলনাগুলো
কাঁদবে শিশু দুখে।
শিশুর দোলনা শিশুর ওজন
বইতে হয়তো সক্ষম,
বুড়ো-বুড়ির ওজন বইতে
ওরা ভীষণ অক্ষম।
বয়স্কদের কর্মকাণ্ড
শিশুর শোভা পায় না,
শিশুর কাণ্ড করলে বুড়ো
লজ্জাজনক বায়না!
তোমাদের এ কাণ্ড দেখে
মুচকি হাসে বিশু,
বিশু- কে সে? ন্যাংটা পাগলা
পথে করে হিসু!
শিশুর দোলনায় বসাও শিশু
তোমরা চিবাও বাদাম,
হাসবে শিশু মধুর হাসি
তোমরা পাবে ঠিক দাম।
২৯/১১/২০২২ ইং